West Bengal

6 months ago

ডোমকলে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, প্রাণে বাঁচলেন একজন

ডোমকলে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, প্রাণে বাঁচলেন একজন

 

মুর্শিদাবাদ, ১ অক্টোবর : মুর্শিদাবাদ জেলার ডোমকলে মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম প্রীতম সরকার (২২)। তাঁর বাড়ি ডোমকলের বাবলাবোনা এলাকায়। এই দুর্ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়েছে। শনিবার ভোররাত দু'টো নাগাদ মুর্শিদাবাদের ডোমকলে গাবতলা মোড়ের একটি পেট্রল পাম্প থেকে বাইকে পেট্রল ভরে রাস্তায় ওঠে বাইকটি।আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক, একটি ল্যাম্পপোস্টে সজোরে ধাক্কা মারে বাইকটি। প্রীতম বাইক চালাচ্ছিলেন, বাইকের পিছনে আরও একজন ছিলেন। দু'জনকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে মৃত্যু হয় প্রীতমের। প্রাণে বেঁচে গেলেও পিছনে বসে থাকা আরোহী গুরুতর আহত হয়েছে।


You might also like!