West Bengal

7 months ago

Dilip Ghosh on TMC : কংগ্রেসের মতোই শেষ হবে তৃণমূল, কটাক্ষ দিলীপ ঘোষের

Dilip Ghosh takes a jibe at TMC

 

কলকাতা, ২৯ আগস্ট : ফের একবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ৷ সোমবার দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন, একটি পরিবারকে বাঁচাতে গিয়ে কংগ্রেসের মতোই শেষ হয়ে যাবে তৃণমূল৷ এদিন সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণ করতে গিয়ে তিনি বলেন, 'নতুন আর পুরনোতৃণমূল (টিএমসি) এক হয়ে যাচ্ছে৷ এ সবই আসলে মানুষকে বোকা বানানোর নতুন ফান্ডা৷'

এর পরেই কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, 'একটি পরিবারকে বাঁচাতে হবে, একজন নেতাকে বাঁচাতে হবে৷ তার জন্য এই সব কাণ্ড৷ এই ভাবে কংগ্রেস শেষ হল, তৃণমূলও এ ভাবেই শেষ হবে৷' যদিও দিলীপ ঘোষের কটাক্ষকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল৷ তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন, 'দিলীপ ঘোষ অপসারিত সভাপতি৷ রোজ তার বক্তব্য কেনই বা প্রচার হবে, কেনই উত্তর দিতে হবে জানি না৷ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র এবং তরুণদের নতুন দিনের দিশা দেখাবেন৷ দিলীপ ঘোষদের বড় সমাবেশ করার ক্ষমতা নেই৷ ছাত্র সমাবেশ দূরের কথা৷'


You might also like!