West Bengal

7 months ago

Dilip Ghosh's sarcasm at Trinamool : 'যারা লুঠ করতে জানে তাদের কে টাকা দেবে', তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের

Dilip Ghosh's sarcasm at Trinamool

 

কলকাতা, ১৪ আগস্ট : তৃণমূলের অভিযোগ কেন্দ্র রাজ্যের পাওনা টাকা দিচ্ছে না প্রসঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘যারা লুঠ করতে জানে তাদের কে টাকা দেবে?’

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “কেন্দ্রীয় সরকার যে টাকা দিচ্ছে, খরচ করতে দেওয়া হচ্ছে না। আমার টাকাও খরচ করতে দেওয়া হচ্ছে না। যারা লুঠ করতে জানে, তাদের কে টাকা দেবে? কেন্দ্র যখন টাকা দিচ্ছে না বলা হচ্ছে, তখন কোটি কোটি টাকা কোথা থেকে পাওয়া যাচ্ছে ? টাকার পাহাড়।”

তিনি আরও জানান, “পার্থ বাবুর ৩০০ কোটি টাকার সম্পত্তি পাওয়া গেছে, অনুব্রতর কাছে থেকে ৫০০ কোটি টাকা পাওয়া গেছে, আরো খোজ চলছে। এই হারে যদি ধরা পড়ে তাহলে কে টাকা দেবে? কেন্দ্র থেকে যা টাকা এসেছে সব নেতাদের বাড়ি চলে গেছে। এই সরকারকে কেউ বিশ্বাস করে টাকা দেবে?”-

You might also like!