দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-প্যারালিম্পিকে সাফল্যে দেখানোয় ভারতীর প্রতিযোগীদের অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।
তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “অসামান্য মান দেখিয়ে প্যারালিম্পিকে ভারত উজ্জ্বল! রাইফেল শুটিংয়ে সোনা জিতেছেন অভিনব লেখারা। রাইফেল শ্যুটিংয়ে ব্রোঞ্জ জিতেছেন মোনা আগরওয়াল। প্রীতি পাল ১০০ মিটার টি৩৫ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন। মনীশ নারওয়াল পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন। অভিনন্দন সেই সমস্ত ক্রীড়াবিদদের যাঁরা অসংখ্য বাধা অতিক্রম করে তাঁদের লক্ষ্যে অবিচল থেকে দেশের সাফল্য এনে দিয়েছেন। তাঁরা ভারতকে গর্বিত করেছেন!”