West Bengal

4 weeks ago

Dilip Ghosh:বাংলাদেশ থেকে গুন্ডা এনে ভোটে লুটপাটের চেষ্টা করবে সরকার, দাবি দিলীপ ঘোষের

Dilip Ghosh
Dilip Ghosh

 

কোচবিহার : সিতাই উপনির্বাচনের প্রচারে এসে কোচবিহারে বিজেপি নেতা দিলীপ ঘোষ অভিযোগ করেন, রাজ্য সরকার বাংলাদেশ থেকে গুন্ডা এনে ভোটে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবে। তিনি বলেন, "এই উপনির্বাচনে বাংলাদেশ থেকে আসা গুন্ডাদের দিয়ে অশান্তি করবে রাজ্য সরকার। তবে বিজেপি সব শক্তি দিয়ে লড়াই করবে।"

এদিন কোচবিহারের সাগরদিঘী পাড়ে মর্নিং ওয়াক করেন দিলীপ ঘোষ। পুজোর পর সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং চা খেতে খেতে আড্ডা দেন। সিতাই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক কুমার রায়ের সমর্থনে দিলীপ ঘোষের পদযাত্রা ও সভা ছিলো।

দিলীপ ঘোষ আরও বলেন, "এর আগেও বিভিন্ন নির্বাচনে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে।" এছাড়াও, জন বার্লা প্রসঙ্গে তিনি বলেন, "যে কেউ দেখা করতে পারেন। তিনি বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী বানানো হয়েছে, এখন তিনি ঠিক করবেন কোথায় যাবেন।"


You might also like!