West Bengal

9 months ago

Sukanta Majumdar And Dilip Ghosh : সোমবার ছটের ছুটি প্রসঙ্গে সরব দিলীপ-সুকান্ত

Sukanta Majumdar , Dilip Ghosh
Sukanta Majumdar , Dilip Ghosh

 

পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর  : ছটের ছুটি নিয়ে মোদী সরকারকে খোঁচা দিতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তিনি সোমবারও ছটের ছুটি জানিয়ে বলেছেন, দিল্লি ছুটি দেয় না। আমাদের সরকার ইদ, ছটে ২দিন ছুটি দেয়। এই মন্তব্যকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সাংসদ দিলীপ ঘোষ ।

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের মন্দির তলা পুকুরে সোমবার সকালে ছট পুজো দেখতে গিয়ে ভক্তদের সঙ্গে ঢাকঢোল পিটিয়ে ছট পুজোয় মাতেন দিলীপবাবু। সাংসদকে মুখ্যমন্ত্রীর ছট-মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী ইদে তিন দিন ছুটি দেন। মুখ্যমন্ত্রী ছুটি দেন। বেতনও দেন না, ডিএ দেন না। আর কেন্দ্র সরকার কাজ করে, ছুটি দেয় না... এখানে ছুটি আছে বলে না বেতন, না ডিএ, রসাতলে যাচ্ছে। '

কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাব দিয়ে বলেন, 'পশ্চিমবঙ্গে তো খেলা-মেলা ছাড়া কিছু নেই। মমতা ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাসী'


You might also like!