২১ নভেম্বর, হাওড়াঃ সোমবার ফারশোর রোডের জুটমিল ক্ষতিগ্রস্থ হওয়ার পর এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার ঘুসুড়ি এলাকার প্লাস্টিকের গুদাম। হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার ২২০, নস্করপাড়া রোডের এই অগ্নিকাণ্ডের সূচনা হয় মঙ্গলবার সকালে সাড়ে ৮টার একটু পরে। এখানে প্লাস্টিকের গুদামে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। এবং ক্রমে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আশেপাশের এলাকা।
ঘটনায় আতঙ্কিত হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা। খবর পাঠানো হয় দমকলে। তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু এলাকাটি ঘিঞ্জি হওয়ায় রীতিমতো যুদ্ধ করতে হয় দমকল কর্মীদের। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন খানিকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। জানা গিয়েছে, এই সময় গুদামটি বন্ধ ছিল। কোনও কর্মী ছিলেন না। সেই কারণে প্রাণহানি এড়ানো গিয়েছে।