West Bengal 6 months ago

Death of TMC Councillor son : গার্ডেনরিচে তৃণমূল কাউন্সিলরের ছেলের রহস্য-মৃত্যু, দলীয় কার্যালয়ে মিলল ঝুলন্ত দেহ

Death of TMC Councillor son

 

কলকাতা, ১১ সেপ্টেম্বর : কলকাতায় রহস্যজনক মৃত্যু হয়েছে তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের ছেলের। কলকাতা পুরসভার ১৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত শীলের ছেলে পিন্টুর দেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে গার্ডেনরিচে তৃণমূলের কার্যালয়ের মধ্যে থেকে পিন্টুর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। গলায় দড়ি দিয়ে পিন্টু আত্মঘাতী হয়েছেন বলে দাবি তৃণমূল কর্মীদের একাংশের। পিন্টুকে উদ্ধার করে খিদিরপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আত্মহত্যা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ঠিক কী কারণে এই মৃত্যু, তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। তবে সেটি পিন্টুর লেখা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ১৩৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের ছেলের দেহ উদ্ধার ঘিরে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।


You might also like!