বকখালি: ক্রমশই বাড়ছে রেমাল নামক ঘূর্ণিঝড়ের আশঙ্কা। ইতিমধ্যেই জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। শনিবার থেকেই প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের সতর্কীকরণ প্রচার শুরু করেছে প্রশাসন। সমস্ত উপকূলবর্তী থানার পাশাপাশি ব্লক প্রশাসনের তরফে শুরু করা হয়েছে মাইকিং। মাইকিং-এর মাধ্যমে উপকূলবাসীকে সতর্ক করার কাজ চালানো হচ্ছে। ঘূর্ণিঝড়ের জন্যে আগাম প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে প্রশাসন। মজুত রাখা হচ্ছে শুকনো খাবার ও পানিয় জল। ক্যানিং ও কাকদ্বীপ মহকুমা শাসকের দফতরে কন্ট্রোল রুম খোলা হচ্ছে। পুরো পরিস্থিতির দিকে নজর রেখেছে জেলা প্রশাসন।