West Bengal

2 months ago

West Bengal: ভাঙড়ে মিছিলের অনুমতি পেল না সিপিএম, পুলিশের জালে আরও এক আইএসএফ কর্মী

ISF Clash

 

ভাঙড়, ২৮ জানুয়ারি : অতিক্রান্ত অনেকটা দিন, চাপা উত্তেজনা এখনও রয়েছে। পুলিশি ধরপাকড়ও অব্যাহত। গত ২১ জানুয়ারি ধর্মতলায় পুলিশের সঙ্গে আইএসএফ কর্মীদের খণ্ডযুদ্ধের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নওশাদ সিদ্দিকির দলের আরও এক কর্মীকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার গভীর কলকাতা পুলিশের একটি দল কাশীপুর থানায় আসে। সে দিনের ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার করা হয় মাঝেরহাট এলাকার বাসিন্দা আরাবুল মোল্লাকে। সব মিলিয়ে, ভাঙড় এখনও থমথমে।

এদিকে, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির নিঃশর্ত মু্ক্তির দাবিতে আগামী সোমবার ভাঙড়ে প্রতিবাদ মিছিল করার পরিকল্পনা করেছিল সিপিএম। কিন্তু প্রশাসনের তরফে মিছিল করার অনুমতি দেওয়া হল না।

You might also like!