বহরমপুর, ৯ আগস্ট : গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন মুর্শিদাবাদ জেলার বহরমপুরের এক বৃদ্ধ দম্পতি। গোরাবাজার এলাকায় বাড়ির বারান্দা থেকে শুক্রবার সকালে তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, ওই দম্পতির এক ছেলের মৃত্যুর পর বাকি দুই ছেলের সংসারে ঠাঁই হয়েছিল তাঁদের। কিন্তু ওই দুই ছেলে কেউই বাবা-মাকে দেখত না বলে অভিযোগ। পুলিশের অনুমান, অসহায় অবস্থায় তাঁরা আত্মহননের পথ বেছে নিয়েছেন। বহরমপুর থানার পুলিশ দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেছে পুলিশ।