বারুইপুর, ১২ আগস্ট : বাড়ির গেটের সামনে ভ্যান রাখার প্রতিবাদ করায় ধারালো অস্ত্রের কোপ এক দম্পতিকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাগবেড়িয়ায়। হামলার হাত থেকে রেহাই পায়নি বৃদ্ধ এবং শিশুও। পুরো ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা। রবিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনার জেরে আতঙ্কে রয়েছে দত্ত পরিবার। শিবু মন্ডল, শম্ভু মন্ডল ও চঞ্চল নামে এরা তিনজন হামলা চালায়।
বাগবেড়িয়ায় দত্ত পরিবারের বাড়ির দরজার সামনে ভ্যান রাখছিল শিবু মন্ডল। এর ফলে বাড়ির বাইরে বের হতে সমস্যায় পড়তে হচ্ছিল তাদের। শনিবার রাতে ভ্যান রাখার সময় ভ্যানটি একটু সরিয়ে রাখতে বলে। তখন কিছু না বললেও রবিবার রাতে আচমকা চড়াও হয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন আক্রান্তরা। সোমবার সকালে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা।