কলকাতা, ১৩ নভেম্বর : প্রবীন তৃণমূল নেতা রামপিয়ারি রামের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “তৃণমূল কংগ্রেসের একজন প্রবীণ নেতা, এবং কলকাতা পুরসভার একজন সিনিয়র কাউন্সিলর এবং প্রাক্তন বিধায়ক। রাম প্যারে রাম-এর মৃত্যুতে আমি শোকাহত। রাম সারা জীবন মানুষের সেবায় উৎসর্গ করেছিলেন। তাঁর পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি সমবেদনা। তাঁর আত্মা শান্তিতে বিশ্রাম পাক।
প্রসঙ্গত, বার্ধক্যজনিত নানা রোগে অসুস্থ হয়ে পড়েছিলেন রামপেয়ারি রাম। রবিবার বেলা ১১টা ৭ মিনিট নাগাদ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গত ৬ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।