কাটোয়া, ২৬ সেপ্টেম্বর : ফের আক্রান্ত এক মহিলা চিকিৎসক। কাটোয়ায় বুধবার রাতে একটি বুটিকের দোকানে বাজার করতে গিয়েছিলেন কাটোয়া মহকুমা হাসপাতালের আয়ূস বিভাগের এক চিকিৎসক ডাঃ সফিয়া তাখেল্লাম্বম। তাঁর অভিযোগ, ওই দোকানের মহিলা কর্তির সঙ্গে শাড়ি বদলানো নিয়ে বচসা শুরু হয়। তারপরেই ওই মহিলা চিকিৎসককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ! এমনকি মেরে তাঁর একটি হাতে ভেঙে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে। রাতেই ওই মহিলা চিকিৎসককে কাটোয়া মহকুমা হাসপাতালের এইচডিইউ বিভাগে ভর্তি করা হয়েছে। পাশাপাশি কাটোয়া থানাতেও লিখিত অভিযোগ জানানো হয়েছে।