জলপাইগুড়ি, ২০ সেপ্টেম্বর : স্কুল ড্রেসের রং পরিবর্তন করা যাবে না, এই দাবিতে আন্দোলন অব্যাহত পড়ুয়াদের। এবার পড়ুয়াদের সাথে অবরোধে শামিল হলেন জলপাইগুড়ির ফণীন্দ্রদেব হাইস্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। মঙ্গলবার সাতসকালে তাঁরা বড় পোস্ট অফিস মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, সরকারিভাবে হঠাৎ সমস্ত স্কুলের পোশাকের রং নীল-সাদা করে দেওয়া হচ্ছে। এতে তাঁদের বাচ্চাদের চিনতে অসুবিধা হবে।
জলপাইগুড়ির ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের পোশাকের রং পরিবর্তনের বিরুদ্ধে এদিন তাঁরা স্লোগান দেন, ‘নীল-সাদা বাতিল করো, আমাদের স্কুলের লোগো কোথায় গেল, রাজ্য সরকার জবাব দাও।’ অবরোধের জেরে যানজট সৃষ্টি হয়। আটকে পড়ে যানবাহন। অভিভাবকদের বক্তব্য, খাকি প্যান্ট, সাদা জামা, সঙ্গে প্রতীক সহ ব্যাজ এই স্কুলের ঐতিহ্যবাহী পোশাক। কিন্তু হঠাৎ রাজ্য সরকার তুঘলকি কায়দায় স্কুলের পোশাক নীল-সাদা করে দিয়েছে। তার বিরুদ্ধেই এই প্রতিবাদ। এদিকে, অবরোধ চলাকালীন এক বাইক আরোহী রাস্তা পার হতে গেলে অভিভাবকরা উত্তেজিত হয়ে পড়েন। কোনও রকমে পালিয়ে বাঁচেন ওই ব্যক্তি।