মালদা, ৪ সেপ্টেম্বর : রবিবার মালদার গাজোলে মাছ ব্যবসায়ীর বাড়িতে হানা দিল সিআইডি। উদ্ধার প্রচুর পরিমাণ টাকা। গুণতে ইতিমধ্যেই মেশিন নিয়ে যাওয়া হয়েছে। তবে জানা যায়নি কত টাকা রয়েছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কয়েক কোটি টাকা রয়েছে ওই মাছ ব্যবসায়ীর বাড়িতে। কীসের টাকা তা এখনও স্পষ্ট নয়।
জানা গেছে, রবিবার সকাল দশটা নাগাদ ঘাকশোল এলাকায় সিআইডির একটি দল হানা দেয় জয়প্রকাশ সাহা নামে ওই মাছ ব্যবসায়ীর বাড়িতে। এরপর তল্লাশি চালিয়ে একটি বক্স খাটের ভেতর থেকে উদ্ধার হয় ৫০০ এবং ২০০০ টাকার নোটের বান্ডিল। টাকা উদ্ধারের পরই নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন। বর্তমানে টাকা গোনার কাজ চলছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ এবং সিআইডি। ঘটনার তদন্তে আসছেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।