West Bengal

2 weeks ago

Dholahat Blast: ঢোলাহাট বিস্ফোরণ কাণ্ডে ধৃত চন্দ্রকান্ত বণিক, পাকড়াও করলো পুলিশ

Bomb Blast at Dholahat (Symbolic picture)
Bomb Blast at Dholahat (Symbolic picture)

 

কাকদ্বীপ, ২ এপ্রিল : দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাট বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বণিককে গ্রেফতার করল পুলিশ। বুধবার সকালে তাকে ঢোলাহাট থানার পুলিশ গ্রেফতার করে। ভারতীয় ন্যায় সংহিতা ও দমকল আইনের একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে চন্দ্রকান্তের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় অপর অভিযুক্ত চন্দ্রকান্তর ভাই তুষার এখনও পলাতক। তার সন্ধানে তল্লাশি চলছে।

গত সোমবার রাতে পাথরপ্রতিমার ঢোলাহাটে বাজি কারখানায় বিস্ফোরণে মোট আট জনের মৃত্যু হয়। এর মধ্যে চারটি শিশু। এই ঘটনায় কারখানার মালিক চন্দ্রকান্তকে আটক করা হয়েছিল। মঙ্গলবার সারাদিন থানায় এনে চলছিল জিজ্ঞাসাবাদ। মঙ্গলবার রাতেই শেষ হয়েছে তাঁর পরিবারের মৃত 8 জন সদস্যের শেষকৃত্য। এরপর বুধবার সকালে গ্রেফতার করা হয় চন্দ্রকান্তকে। জানা গিয়েছে, প্রায় ১০ বছর আগে বাজি ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছিল চন্দ্রকান্ত। তখন লাইসেন্স ছাড়াই চলত বাজির কেনাবেচা ও তৈরির কাজ। ২০২২ সালেও গ্রেফতার হয়েছিলেন। কয়েক মাস জেল খাটার পর বাইরে বেরিয়ে ফের শুরু করেন সেই কাজ। রায়দিঘি, নামখানা, মন্দিরবাজারে সরবরাহ করা হতো তার তৈরি বাজি।

You might also like!