West Bengal

2 weeks ago

Durga Puja Weather 2024:দুর্গাপুজোতে বৃষ্টির সম্ভাবনা, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস

Durga Puja Weather 2024
Durga Puja Weather 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  এবারের দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকছেই। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । পশ্চিমবঙ্গ থেকে বর্ষা এখনও বিদায় নিচ্ছে না, এবং অক্টোবর মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহেও রাজ্যে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে।ভারতের মৌসম ভবন জানিয়েছে, পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে অক্টোবর মাসেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা পশ্চিমবঙ্গে পুজোর উৎসবে বাধা সৃষ্টি করতে পারে।

কলকাতা এবং দক্ষিণবঙ্গে কাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা থাকলেও পশ্চিমের বেশ কয়েকটি জেলায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এবং মুর্শিদাবাদে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। তবে, শনি ও রবিবার আবহাওয়ার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে, বৃষ্টির সম্ভাবনাও কম থাকবে।

উত্তরবঙ্গে আজও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এবং আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টি হতে পারে। কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে, কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়াও কিছুটা উন্নতি হবে, তবে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি চলতে পারে।

সেপ্টেম্বরের শেষ দিকে বৃষ্টির পরিমাণ কমলেও, অক্টোবরের শুরু থেকেই রাজ্যে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত হালকা থেকে মাঝারি, কখনও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৫ অক্টোবরের পর বৃষ্টির পরিমাণ কমতে পারে এবং বর্ষা ধীরে ধীরে বিদায় নিতে পারে বাংলা থেকে।

You might also like!