দুরন্ত বার্তা ডিজিটালঃ অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষী সেহগলকে জেরা করতে কলকাতার নিজাম প্যালেস থেকে সিবিআইয়ের একটি দল পৌঁছে গেল দিল্লী। তিহাড় জেলে গিয়ে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ সেহগল হোসেনকে জিজ্ঞাসাবাদের অনুমতির জন্য সম্প্রতি আসানসোল আদালতে আবেদন করেন সিবিআইয়ের তদন্তকারী অফিসার।
তা মঞ্জুর হতেই সেহগলকে গোরু পাচার নিয়ে জিজ্ঞাসাবাদ করতে প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন গোয়েন্দারা। অনুব্রতর নিরাপত্তারক্ষী ছিলেন সেহগল। তাঁর দু'টি ফোনের মাধ্যমে অনুব্রত গোরু পাচার মামলায় মূল অভিযুক্ত এনামুল হকের সঙ্গে কথা বলতেন বলে দাবি কেন্দ্রীয় এজেন্সির। অভিযোগ, বীরভূম থেকে সীমান্ত গোরুপাচারের জন্য 'সেফ করিডর' তৈরি হয়েছিল অনুব্রতর নির্দেশেই। আর টাকা-পয়সার বিষয়টি দেখভাল করতেন রাজ্য পুলিশের অভিযুক্ত কনস্টেবল।
অনুব্রত সরাসরি কোনও এজেন্ট বা গোরুপাচারকারীদের সঙ্গে কথা বলতেন না। তাহলে কী ভাবে এই চক্র কাজ করত, তা খতিয়ে দেখতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।