West Bengal

9 months ago

Subodh Adhikari Summon by CBI : চিটফান্ড মামলায় বিধায়ক সুবোধ অধিকারীকে ডাকল সিবিআই, আইনজীবী পাঠিয়ে চাইলেন সময়

cbi again summon subodh adhikari
cbi again summon subodh adhikari

 

কলকাতা, ৭ সেপ্টেম্বর : চিটফান্ড মামলায় তৃণমূল কংগ্রেসের বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীকে আবার তলব করল সিবিআই। বুধবারই তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। যদিও বিধায়ক তাঁর আইনজীবীদের পাঠান সিবিআই দফতরে। সিবিআইয়ের কাছে আবার সময় চেয়ে আবেদন করেন তাঁরা।

মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছিল বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধকে। কিন্তু তিনি ১৫ দিন সময় চান। আইনজীবী মারফত খবর পাঠিয়েছিলেন, তদন্তে সহযোগিতা করবেন। কিন্তু তাঁকে সময় দেওয়া হোক। সূত্রের খবর, বুধবারই তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেয় সিবিআই। এদিন আইনজীবী পাঠিয়ে সিবিআই-এর কাছে সময় চাইলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক, সিবিআই সূত্রে এমনই খবর।

You might also like!