দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- "সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে।" সিউড়ি পৌরসভার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। আরজি কর কাণ্ড নিয়ে বিরোধীদের প্রতিবাদকে কটাক্ষ করতে গিয়ে তিনি এমনই বিতর্কিত মন্তব্য করেন৷ যা নিয়ে কটাক্ষ করে বিজেপি।
বিজেপির সাংগঠনিক বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, "সঞ্জয়কে ধনঞ্জয় করার পরিকল্পনা রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়েছেন৷ সেই দিকেই হাঁটছেন তাদেরই মন্ত্রী৷ সন্দীপদের কে এঞ্জয় করার সুযোগ করে দেওয়া হচ্ছে৷ সব কিছু ধামাচাপা দেওয়ার দারুণ প্রচেষ্টা।"
রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহকে কারা দফতরের দায়িত্বও দেওয়া হয়েছে। দুটি দফতরের মন্ত্রী হওয়ায় তাঁকে বীরভূমের দিকে দিকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। সিউড়ি পৌরসভার একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ৷
সেখানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, "সঞ্জয় যেন ধনঞ্জয় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখা যাক আদৌ একজন দোষী কিনা৷ এর পিছনে আরও কেউ থাকতে পারে৷ সেই ব্যাপারে ঠিকঠাক তদন্ত হওয়া দরকার।"
পরে মন্ত্রীকে এই বিতর্কিত মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী নিজেই প্রথম থেকে এই ঘটনায় তদন্ত চেয়েছেন৷ পুলিশ না পারলে সিবিআইকে কেস দিয়ে দেওয়া হবে বলেছেন৷ বিরোধীরা যা খুশি বললেই হবে না৷ আসল দোষীকে তো ধরতে হবে৷ তাই তদন্ত হোক৷ সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়ে যায়৷ আমরা তো প্রতিবাদ করছি ঘটনার৷ আর যে সমস্ত মহিলা, শিক্ষিত সমাজ প্রতিবাদ করছে আমরা তাদের সমর্থন করছি। কারন তারা ন্যায্য দাবিতে পথে নামছে। বিরোধীরা এটা নিয়ে নোংরামি করছে।"
প্রসঙ্গত, আরজি কর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই ভাবে বলেছিলেন, ধনঞ্জয়কে বিনা দোষে সাজা দেওয়া হয়েছে। আমরা পরে জানতে পেরেছি৷ একই কথা বললেন, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। যা নিয়ে বিজেপির কটাক্ষের পর তীব্র বিতর্ক হয়েছে।