কৃষ্ণনগর, ১৩ মে : কৃষ্ণনগরের ঘূর্ণিতে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। পরে সেই কর্মীদেরই নাকি গ্রেফতার করে পুলিশ। এই অভিযোগ নিয়ে থানায় গিয়েছেন
বিজেপি প্রার্থী তথা কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য অমৃতা রায়। কোতোয়ালি থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশের সঙ্গে তাঁর বচসাও হয়।
কোতোয়ালি থানার বাইরে দাঁড়িয়ে বিজেপি প্রার্থী অমৃতা বলেন, ‘‘আমাদের ছেলেদের তুলে আনা হয়েছে। ওরা বুথের ৩০০ মিটারের মধ্যে থাকা পতাকা খুলতে গিয়েছিল। খুনের হুমকিও দেওয়া হয়েছে। উর্দি পরে গুণ্ডামি করতে পারে না পুলিশ।’’