West Bengal

2 months ago

Calcutta High Court:হাই কোর্টে গিয়ে ক্ষমা চাইলেন এসএসসির চেয়ারম্যান

high
high

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিজের 'ভুল'-এর জন্য হাইকোর্টের কাছে ক্ষমা চাইলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তবে ভুলটি তিনি জেনে বুঝে করেনি। না বুঝতে পারে ভুল হয়েছিল তাঁর। এমনটাই আদালতে শুক্রবার জানিয়েছেন এসএসসি-র চেয়ারম্যান।

নম্বর বৃদ্ধি সংক্রান্ত একটি মামলায় আদালতের নির্দেশ অমান্য করার জন্য গত শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা চেয়ারম্যানকে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মতো শুক্রবার হাজিরা দিয়ে সিদ্ধার্থ মজুমদার জানান আদালতের নির্দেশ তাঁদের বুঝতে ভুল হয়েছিল।

২০১১ সালে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায়, সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন এসেছে এই অভিযোগ তুলে ৮৩ জন মামলা করেন। গত জুন মামলাকারীদের নম্বর দিতে হাইকোর্ট নির্দেশ দেয় এসএসসি-কে। কিন্তু সেই নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ ওঠে। এসএসসি এই নির্দেশ না মানায় গত শুক্রবার শুনানিতে ক্ষুব্ধ হন বিচারপতি মান্থা। তিনি বলেন, 'এসএসসি কি কোর্টের সঙ্গে খেলা করছে। নিজেরা নিয়োগ করছে আর নিজেরাই ভুল করছে। আদালত নির্দেশ দেওয়ার পর কার্যকর হচ্ছে না। এটা কি পরিকল্পনা করে হচ্ছে?' তিনি পরবর্তী শুনানিতে এসএসসি-র চেয়ারম্যানকে আদালতে সশরীরে হাজির হতে নির্দেশ দেন।

শুক্রবার বিচারপতির কাছে নিজের বক্তব্য রাখেন এসএসসি-র চেয়াম্যান। সেই সময় তিনি এই ভুল স্বীকার করেন। এর আগে আদালত পদ্ধতিগত ক্রটি দূর করার নির্দেশ দিয়েছিল। সেই কাজ কতদূর এগোল আগামী শুক্রবার তা জানতে চেয়েছে আদালত। নির্দেশ না থাকলেও সে দিন সশরীরে আদালতে হাজির থাকতে পারেন এসএসসি-র চেয়ারম্যান। তিনি নিজেই আদালতের কাছে এ সংক্রান্ত রিপোর্ট তুলে দিতে পারেন বলে সূত্রের খবর।

You might also like!