West Bengal 5 months ago

বোলপুরে বেসরকারি ব্যাঙ্কে ভয়াবহ আগুন, দুর্নীতি মামলায় এই শাখায় তদন্ত করেছিল সিবিআই

Fair at Bank in Bolpur

 


বীরভূম, ২৮ সেপ্টেম্বর  : বোলপুরের বেসরকারি ব্যাঙ্কে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে রয়েছে দমকলের ২ টি ইঞ্জিন। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, বেলা এগারোটা নাগাদ এই ব্যাঙ্কের শাখায় আগুন লাগে। কর্মী ও অন্যান্য গ্রাহকরা দ্রুত বেরিয়ে আসেন। দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। গল গল বের হতে থাকে ধোঁয়া। শেষ পাওয়া দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। গরু পাচার মামলায় যে সকল অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গেছিল, তার বেশিরভাগই এই ব্যাঙ্কের শাখায়। সেখানে ভয়াবহ আগুনে প্রচুর নথিপত্র পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদিও, কর্মীদের কোন ক্ষতি হয়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। গরু পাচার মামলায় বারবার এই ব্যাঙ্কের শাখা থেকে নথি চেয়ে পাঠানো হয়েছিল সিবিআই-এর তরফে। সেক্ষেত্রে আগুন লাগার কারণ নিয়ে তৈরি হয়েছে ধন্দ। আগুন লাগার প্রকৃত কারণ জানেন না দমকল কর্মীরাও। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। বাকিটা তদন্ত করে দেখছে পুলিশ।

You might also like!