West Bengal 6 months ago

Co-operative society elections : নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে সাফল্য বিজেপির, ১২টির মধ্যে মাত্র ১টিতে জয় তৃণমূলের

co-operative society elections in Nandigram

 

নন্দীগ্রাম, ১৮ সেপ্টেম্বর : নন্দীগ্রামে বড় জয় বিজেপির। রবিবার নন্দীগ্রামের ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২টি আসনে অনুষ্ঠিত হয় নির্বাচন। এর মধ্যে ১১টি আসন দখল করেছে বিজেপি। মাত্র ১টি আসন গিয়েছে রাজ্য শাসক দলের ঝুলিতে। এই ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

নন্দীগ্রাম বরাবর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের গড় হিসেবে পরিচিত। বিধানসভা নির্বাচনের পর অবশ্য বঙ্গ রাজনীতিতে বড় বদল এসেছে। বিধানসভা ভোট পরবর্তী উপনির্বাচনগুলির অধিকাংশতেই একচেটিয়া দাপট দেখাতে দেখা গিয়েছে রাজ্য শাসক দলকে। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়াই করেছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে জয়ী হয়েছিলে শুভেন্দু অধিকারী। সেই সময় তৃণমূলের তরফে ভোটে কারচুপি করার অভিযোগ উঠেছিল। যদিও সেই যাবতীয় দাবি খারিজ করে দিয়েছিল বিজেপি। একুশের নির্বাচনে সার্বিকভাবে আশানুরূপ ফলাফল করতে পারেনি গেরুয়া শিবির। এরপর গঙ্গার জল বহুদূর গড়িয়ে গিয়েছে। আজ ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে দফায় দফায় উত্তপ্ত হয় এলাকা। তৃণমূল অভিযোগ ছিল , বহিরাগতদের নিয়ে এসে নির্বাচন করাচ্ছে বিজেপি। অন্যদিকে, একই অভিযোগ তুলেছিল বিজেপিও। তাঁদের অভিযোগ ছিল সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। বাইরে থেকে লোক নিয়ে এসে অশান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় সকাল থেকেই তোলপাড় চলছিল এলাকায়। পরিস্থিতি সামাল দিতে সেখানে উপস্থিত হয়েছিল বিরাট পুলিশ বাহিনী। তবে ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ১২টি আসনের মধ্যে ১১টিতেই বিজেপির জয়, মাত্র একটিতে জয়ী তৃণমূল ।ফলাফল ঘোষণা হতেই সেখানে উচ্ছ্বাসের আবহ গেরুয়া শিবিরে। গেরুয়া আবির ওড়ানো হয়। ওঠে 'জয় শ্রী রাম', 'ভারত মাতা কি জয়'-এর ধ্বনিও।রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের মতে ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিজেপির এই সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

You might also like!