West Bengal

2 months ago

BJP leader Raju Jha Murder:শক্তিগড়ে বিজেপি নেতাকে গুলি করে হত্যা

raju jha
raju jha

 

বর্ধমান, ২ এপ্রিল : শনিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে বিজেপি নেতা দুর্গাপুরের ব্যবসায়ী রাজু ঝাকে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত গুলি করে হত্যা করেছে।

সন্ধ্যা ৬টার দিকে রাজু তার দুই সঙ্গীসহ একটি সাদা রংয়ের গাড়িতে কলকাতা যাচ্ছিল বলে জানা গেছে। শক্তিগড়ে তাঁর গাড়ি থামল। চালক ও আরেক সঙ্গী সেখান থেকে নেমে মুড়ি খেতে থাকে। তখন পেছন থেকে একটি নীল রঙের গাড়ি এসে তা থেকে নেমে রাজুকে গুলি করে। হাসপাতালে নেওয়ার পথে রাজুর মৃত্যু হয়। রাজুর সহযোগী ব্রিটেনের ডান হাতে বুলেটের ক্ষত রয়েছে। তবে হত্যার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যবসায়িক শত্রুতার জের ধরে রাজুকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ বলছে, আসানসোল-দুর্গাপুর ও বাঁকুড়া থানায় রাজু ঝা-এর বিরুদ্ধে কয়লা পাচারের একাধিক মামলা রয়েছে।



You might also like!