West Bengal

1 week ago

BJP and TMC clash : ধর্মীয় অনুষ্ঠান ঘিরে ধুন্ধুমার কুলতলিতে, সংঘর্ষে জড়াল বিজেপি ও তৃণমূল কংগ্রেস

File picture BJP and TMC
File picture BJP and TMC

 

কুলতলি, ১৮ নভেম্বর : ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে অশান্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার কুলতলি। সংঘর্ষে জড়াল তৃণমূল কংগ্রেস ও বিজেপি। শুক্রবার রাতে কুলতলির সোনাটিকারি এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে দু’পক্ষের ৬ জন আহত হয়েছেন। তৃণমূলের অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন তাদের সমর্থকদের ওপর চড়াও হয় বিজেপি সমর্থকরা। বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।

ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার করে বিজেপির দাবি, অনুষ্ঠান ঘিরে বচসা, তাই নিয়েই মারামারি। এই ঘটনায় দু’পক্ষের কেউই কুলতলি থানায় কোনও অভিযোগ দায়ের করেনি। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

You might also like!