মুর্শিদাবাদ, ২৪ আগস্ট : মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। শনিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, বহরমপুর-জলঙ্গি রাজ্য সড়কের ১৪ মাইল এলাকায় বাইকটির সঙ্গে একটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এরপরই বাইক থেকে ছিটকে পড়েন ওই ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠালে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।