কলকাতা, ১১ সেপ্টেম্বর : আগামী বুধবার থেকে রাজ্য বিধানসভার স্বল্পকালীন অধিবেশন শুরু হতে চলেছে। এই জন্য সোমবার, ১২ সেপ্টেম্বর বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্য সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকার জন্য সব দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এক সপ্তাহ ধরে চলা আসন্ন অধিবেশনে সরকার পক্ষের তরফে বেশ কয়েকটি বিল আনার প্রস্তাব করা হবে বলে পরিষদীয় দফতর সূত্রে জানা গিয়েছে।