West Bengal

3 weeks ago

Beggar of Jalpaiguri: তিলোত্তমার বিচার চেয়ে আন্দোলনে সামিল ভিখিরিরাও,করলেন আর্থিক সাহায্য!

Beggar of Jalpaiguri
Beggar of Jalpaiguri

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  ভিক্ষে করা টাকায় যাদের দিন কোনরকমে কাটে, এবার তারাও তিলোত্তমার বিচারের দাবীতে পথে নামলেন। সেই সঙ্গে করলেন আর্থিক সাহায্য, যাতে অর্থের অভাবে নাগরিকদের লড়াই আন্দোলন থেমে না যায় তার জন্য দলবেঁধে আর্থিক সাহায্য তুলে দিলেন জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যদের হাতে। এমনই এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকলো শহর জলপাইগুড়ি।

জলপাইগুড়ি ডিবিসি রোড এলাকায় রয়েছে একটি বহু প্রাচীন শনি মন্দির। প্রতি শনিবার পূজো দিতে সকাল থেকে প্রচুর ভিড় হয়। তাই সেখানে জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভিখিরিরা আসে। সেখানে পূজো দিতে গিয়েছিলেন জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যা দীপা সরকার। পূজো শেষ করে তিনি ভিখিরিদের ভিক্ষা দিচ্ছিলেন। তার হাতে ছিলো নাগরিক সংসদের কুপন। সেই কুপন দেখে ভিখিরিরা তাকে জিজ্ঞেস করেন এটা কি। তিনি বিস্তারিত খুলে বলেন। এরপর ভিখিরিরাও এগিয়ে এসে বলেন আমরা সবাই আর্থিক সাহায্য করবো। এরপর এক প্রতিবন্ধী ভিখিরি সহ একে একে মোট ১৫ জন ভিখিরি কুপন সংগ্রহ করেন। বিষয়টি জানাজানি হতেই আলোড়ন তৈরি হয় জলপাইগুড়ি শহরে। 

You might also like!