West Bengal

1 week ago

THEFT NEWS: ব্যাঙ্কের লকার রুমের দরজা, পিছনের দরজার তালা ভেঙে চুরি

DAKSHIN 24 PARGANAS
DAKSHIN 24 PARGANAS

 

দক্ষিণ ২৪ পরগনা, ২৫ নভেম্বর : মহেশতলার বাটা মোড়ে জনবহুল, ব্যস্ত এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরি। সকালে ব্যাঙ্ক খুলতেই দেখা যায়, স্টেট ব্যাঙ্কের এই শাখার লকার রুমের দরজার তালা ভাঙা, পিছনের দরজাও ভাঙা ছিল।

ব্যাঙ্কের ভিতরের সিসি ক্যামেরার তার কাটা ছিল, ডিভিআর-ও গায়েব। কত টাকা বা সোনাদানা খোয়া গিয়েছে তা এখনও স্পষ্ট নয়। রাতে ব্যাঙ্কে কোনও নিরাপত্তারক্ষী থাকেন না। সেই সুযোগেই লুঠ বলে অনুমান পুলিশের। নিরাপত্তা নিয়ে চিন্তিত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহকরা। মহেশতলার বাটা মোড়ে আরও একটি ব্যাঙ্ক রয়েছে, রয়েছে একাধিক এটিএম। গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরার নজরদারি কি ছিল? প্রশ্ন গ্রাহকদের।


You might also like!