পূর্ব মেদিনীপুর, ২৮ আগস্ট : বিজেপির ডাকা বনধে পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে যান চলাচল চূড়ান্ত ব্যাহত হয়েছে। হামলার আশঙ্কায় বাস অমিল রাস্তায়। সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ প্রবেশ পথ মেছেদায় পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।
অন্য দিকে, বিজেপির পথ অবরোধ ঘিরে উত্তেজনা ছড়ায় এগরাতেও। বিজেপি কর্মীদের সঙ্গে বচসায় জড়ায় পুলিশ। আবার হলদিয়া-পাঁশকুড়া লাইনের কেশবপুর স্টেশনে বিজেপি কর্মীদের অবরোধের জেরে হাওড়াগামী যাত্রিবাহী ট্রেন আটকে পড়ে। হলদিয়া শিল্পাঞ্চলে গাড়ি চলাচল বন্ধ থাকলেও কারখানার কাজ স্বাভাবিক রয়েছে।