বালুরঘাট, ৩ জুলাই : দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরকে ফুটপাথ দখলমুক্ত করতে বুধবার থেকে যৌথভাবে বিশেষ অভিযান শুরু করল বালুরঘাট পুরসভা ও পুলিশ প্রশাসন। বালুরঘাট থানা মোড় থেকে শুরু হয় এই অভিযান।
এদিনের অভিযানের নেতৃত্বে ছিলেন পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, বালুরঘাট সদর ট্রাফিক আইসি অরুন কুমার তামাং সহ অন্যান্য পুলিশকর্মীরা। যদিও অভিযানের মধ্যে বৃষ্টি শুরু হওয়ায় জোড়াব্রীজ এলাকায় তা শেষ করতে হয়। আগামী ১০ জুলাই পর্যন্ত এই কর্মসূচি লাগাতার চলবে। তারপর মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই গোটা রাজ্যজুড়েই ফুটপাথ দখলমুক্ত করতে বিশেষ অভিযান শুরু করেছে পুরসভা ও পুলিশ প্রশাসন।