নদীয়া, ২২ অক্টোবর : নদীয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত দেবনাথপুরে পথ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন বাস যাত্রী। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে, করিমপুর থেকে কৃষ্ণনগরগামী একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গাছে ধাক্কা মারে। সেই দুর্ঘটনার জেরে আহত হয়েছেন ১৯ জন যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছেন। তার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।