West Bengal

3 weeks ago

Cooch Behar : কোচবিহারে আদালত চত্বর থেকে উদ্ধার গ্রেনেড, নিষ্ক্রিয় করল সেনা

Cooch Behar court (symbolic picture)
Cooch Behar court (symbolic picture)

 

কোচবিহার, ২২ আগস্ট : দু'দিন আগেই কোচবিহার আদালতের মালখানা থেকে সেনাবাহিনীর ব্যবহার করা একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছিল। মালখানায় ওই গ্রেনেড আদালতেরই কর্মীদের নজরে আসে। আর বৃহস্পতিবার তোর্ষার বিসর্জন ঘাটে সেনার বোম্ব স্কোয়াডের আধিকারিকরা সেটি নিষ্ক্রিয় করেন। নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়।

জানা গিয়েছে, আদালত চত্বরে মালখানায় মামলা সংক্রান্ত বিভিন্ন সামগ্রী মজুত করে রাখা থাকে। সেখানে কিছু নেশার সামগ্রী পরিষ্কার করতে গিয়ে মঙ্গলবার সেখানকার কর্মীরা গ্রেনেডটিকে দেখতে পান। এরপর জায়গাটি সিল করে দেওয়া হয়। পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, ‘বিন্নাগুড়ির সেনা আধিকারিকরা গ্রেনেডটি নিষ্ক্রিয় করেছেন।

You might also like!