ভাটপাড়া, ২০ মে: ব্যারাকপুর সংসদীয় আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে টাকা বিতরণের অভিযোগ আনলেন এই আসনের বিজেপি প্রার্থী অর্জুন সিং। পার্থকে হুঁশিয়ারি দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন। সোমবার সকালে অর্জুন সিং বলেছেন, "সমস্ত নিয়ম লঙ্ঘন করে পার্থ ভৌমিক গতরাতে টাকা বিতরণ করেন। তিনি গুন্ডামির সুবিধার্থে এমনটা করছেন। আমরা শান্তিপূর্ণ নির্বাচনের চেষ্টা করব, কিন্তু যদি তা না হয়, তাহলে এ জন্য সরকার দায়ী থাকবে।"
বিজেপি প্রার্থী অর্জুন সিং আরও বলেছেন, "নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই একটি অভিযোগ করা হয়েছে। যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে, তাহলে পার্থ ভৌমিকের (টিএমসি প্রার্থী) পক্ষে ভাল হবে না।"