দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাত জেগে মাধ্যমিকের ইতিহাসের সিলেবাস রিভাইস করছিল ভাতারের বালসিডাঙার বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন মাঝি। পড়তে পড়তে কখন যে নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ে সে, তা বুঝতে পারেননি অর্জুন। আচমকাই তাঁর ঘুম ভেঙে যায় বাঁ পায়ে ভীষণ জ্বালায়। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে রবিবার রাতেই তাকে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
জরুরি বিভাগে থাকা চিকিৎসক পায়ে কামড়ের দাগ দেখে বুঝতে পারেন সাপে কামড়েছে ভাতার হাইস্কুলের ছাত্র অর্জুনকে। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করে দেন তিনি। সকাল হতেই অর্জুন জানায় যে পরীক্ষা দিতে চায়। সাপের কামড় নিয়ে অবশেষে সে এদিন পরীক্ষা দিয়েছে হাসপাতালে বসেই।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হাসপাতালের চিকিৎসকরা অর্জুনকে পরীক্ষা করে দেখেন। তবে তাঁরা ছুটি দিতে রাজি হননি। এর পরেই ভাতার হাইস্কুলের পক্ষ থেকে বিষয়টি মাধ্যমিক শিক্ষা পর্ষদের অফিসে জানানো হয়। তার পরেই হাসপাতালে বসে যাতে অর্জুন পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা করা হয়।