West Bengal

2 months ago

Anubrata Mondal:মেয়েকে সংস্থা হস্তান্তরে বাধ্য করেছিলেন অনুব্রত, অভিযোগ মণীশ কোঠারির

anubrato
anubrato

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১৫ কোটির সম্পত্তি মাত্র সাড়ে তিন কোটি টাকায় সুকন্যা মণ্ডলের নামে হস্তান্তর করতে বাধ্য করেছেন অনুব্রত মণ্ডল । ইডির জেরায় তদন্তকারীদের কাছে এমনই অভিযোগ করেছেন তাঁরই হিসাবরক্ষক মণীশ কোঠারি।

বিশেষ সূত্রে জানা গিয়েছে, সুকন্যার নামে থাকা এএনএম অ্যাগ্রোকেম প্রাইভেট লিমিটেড নামে সংস্থাটি ছিল আদতে তাঁর। তিনি ছাড়াও আরও ১৬ জন ছিলেন ওই সংস্থার অংশীদার। ইডির দাবি, মণীশ কোঠারি তাঁদের জানিয়েছেন, ২০১৮ সালে এএনএম অ্যাগ্রোকেম প্রাইভেট লিমিটেড নামে সংস্থাটি সুকন্যার নামে হস্তান্তর করতে মণীশকে বাধ্য করেছিলেন অনুব্রত মাত্র ৩ কোটি ৬০ লক্ষ টাকার বিনিময়ে। সেই সময় ওই সংস্থার মূল্য ছিল ১৫ কোটি টাকা। এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র দেওয়া চার্জশিটে এমনই একটি সংস্থার হস্তান্তরের কথা উল্লেখ করা হয়েছিল। তবে তা অনুব্রতর ‘অনুরোধে’ করা হয়েছিল বলে উল্লেখ রয়েছে চার্জশিটে।

ইডি সূত্রে আরও জানা গিয়েছে, মণীশের দাবি যাচাই করতে ওই সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। আগামী ২০ মার্চ সুকন্যাকে তলব করেছে ইডি। এই আবহে মণীশের এই নয়া দাবি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

You might also like!