West Bengal

7 months ago

Anubrata Mondal at CBI Custody : বললেই হয়ে যাবে না-কি, অন্য রাজ্যে নিয়ে যাওয়া প্রসঙ্গে অনুব্রতর কটাক্ষ

anubrata mandal on sending other state

 

কলকাতা, ২৪ আগস্ট : গরুপাচার মামলায় ধৃত তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে অন্য রাজ্যে পাঠানো হতে পারে, এমনই জল্পনা দানা বেঁধেছে ইতিমধ্যেই। যদিও গরু পাচার-কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের কাছে বুধবার এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তাঁর পাল্টা প্রশ্ন— ‘‘এটা নিয়ম আছে না-কি? বললেই হয়ে যাবে!’’

গরু পাচার-কাণ্ডে ধৃত অনুব্রতের সিবিআই হেফাজতের মেয়াদ বুধবার শেষ হওয়ায় সকালেই তাঁকে নিজাম প্যালেস থেকে নিয়ে আসানসোলের উদ্দেশে রওনা হয় সিবিআই। সেই সময় জানতে চাওয়া হয় সিবিআই কেন তাঁকে ‘প্রভাবশালী’ বলেছে? তখন অনুব্রত জানান, ওটি সিবিআইয়ের বক্তব্য। সিবিআইয়ের ওই বক্তব্যকে ‘তোতাবুলি’ বলেও কটাক্ষ করেন তিনি।

তৃণমূলনেত্রীর উদ্দেশে তিনি কিছু বলতে চান কি না জানতে চাওয়া হলে অনুব্রতের মন্তব্য, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন অনেক করেছেন।’’

You might also like!