দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কালিম্পং জেলায় আবারও ধস নামল ১০ নম্বর জাতীয় সড়কে। কালিম্পং জেলার সেতিঝোরার কাছে রাস্তায় ধস নামে। রাস্তার বড় অংশ তিস্তা নদীর দিকে ধসে যায়। তার পরেই অনির্দিষ্ট কালের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।
শিলিগুড়ি থেকে সিকিমে যাওয়ার মূল সড়কপথে ধস নামায় অসুবিধার সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ। আপাতত লাভা হয়ে ঘুরপথে সিকিম যেতে হচ্ছে উত্তরবঙ্গের মানুষকে। ইতিমধ্যেই রাস্তা মেরামতির কাজ শুরু করেছে পূর্ত দফতর। তবে কত দিনের মধ্যে মেরামতির কাজ শেষ হবে, তা এখনও স্পষ্ট নয়।