West Bengal

3 weeks ago

Murder case of Amdanga panchayat Pradhan : আমডাঙার পঞ্চায়েত প্রধান খুন! গ্রেফতার এক

Murder case of Amdanga panchayat Pradhanl (Symbolic  Picture)
Murder case of Amdanga panchayat Pradhanl (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার সন্ধ্যায় হাটের মাঝে বোমা মেরে খুন করা হয় পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলকে। এরপর পালিয়ে যায় দুষ্কৃতীরা। রাতভর তল্লাশির পর উত্তর ২৪ পরগনার জেলা পুলিশ আমডাঙার খুড়িগাছি এলাকা থেকে আনোয়ার হোসেন মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি বোদাই পঞ্চায়েত এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, এই খুনের ঘটনায় প্রথম থেকেই উঠে আসছিল গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব। আমডাঙা ও বোদাই পঞ্চায়েতের মধ্যে কামদেবপুর হাটের দখলদারি নিয়ে যে দ্বন্দ্ব ছিল বলে অভিযোগ, তার জেরেই এই খুন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। আর প্রথম গ্রেফতারির পর জানা গিয়েছে, ধৃত ব্যক্তি বোদাই পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তাই সেই তত্ত্বই আরও প্রকট হয়েছে বলে জানা যাচ্ছে।

এদিকে, খুনের ঘটনার জেরে সকাল থেকে থমথমে এলাকা। কামদেবপুর হাট বন্ধই থাকে শুক্রবার, তবে যেটুকু মানুষের আনাগোনা হয়, সেটাও হয়নি এদিন। সবার মুখেই আতঙ্কের ছাপ। ভর সন্ধ্যায় যখন হাট প্রচুর মানুষের আনাগোনা ছিল, তার মধ্যেই খুন করা হয়েছে ওই তৃণমূল নেতাকে।

প্রধানকে লক্ষ্য করেই বোমা ছোড়া হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। রূপচাঁদের ঠিক বুকের কাছেই লাগে বোমা। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। মাত্র তিন মাস আগে আমডাঙা পঞ্চায়েতের প্রধান হিসেবে শপথ নিয়েছিলেন তিনি।

You might also like!