West Bengal

1 week ago

C. V. Ananda Bose:রাজভবন ও রাজ্য প্রশাসনের মধ্যে সমতা রক্ষা করেই সব পক্ষের কাজ করা উচিত : রাজ্যপাল বোস

C. V. Ananda Bose
C. V. Ananda Bose

 

কলকাতা, ২১ নভেম্বর : রাজভবন ও রাজ্য প্রশাসনের মধ্যে সমতা রক্ষা করেই সব পক্ষের কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। রাজ্যপাল হিসেবে তাঁর এক বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সকালে রাজভবনে এক সাংবাদিক বৈঠকে রাজ্যপাল বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণের দ্বারা নির্বাচিত, তাই রাজ্যের মানুষের চাহিদার দিকে তাঁকে নজর রাখতে হয়। কিন্তু একজন রাজ্যপাল মনোনীত হয়ে আসেন তাই তাঁর দায়বদ্ধতা সংবিধানের প্রতি। এই দুইয়ের মধ্যে বিতর্ক তৈরি হলে জনকল্যাণের কাজে ব্যাঘাত ঘটে।

রাজভবনে নজরদারি প্রসঙ্গে এদিন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস বলেছেন, "এটি একটি বাস্তবতা। রাজভবনে স্নুপিং সম্পর্কে আমার কাছে নির্ভরযোগ্য তথ্য ছিল। সেই সমস্যাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবগত করা হয়েছে। আমি অপেক্ষা করব এবং দেখব।"


You might also like!