West Bengal

3 weeks ago

shoot out in kulti : কুলটিতে ফের শ্যুট আউট, এলাকায় চাপা উত্তেজনা

shoot out  (symbolic picture)
shoot out (symbolic picture)

 

কুলটি, ২১ সেপ্টেম্বর : কুলটি থানার চিনাকুড়িতে ফের শ্যুট আউট। চিনাকুড়ি বাজারের অদূরে সোদপুর কোলিয়ারি ৯,১০ নম্বর এলাকায় শুক্রবার রাতে কৃষ্ণা নুনিয়া নামে এক বাসিন্দাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। শুক্রবার রাতের শ্যুট আউটের ঘটনায় কুলটির চিনাকুড়ি জুড়ে চাপা আতঙ্ক রয়েছে। শনিবার সকালে দেখা গেল ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। গুলিবিদ্ধ কৃষ্ণা নুনিয়াকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেছে আসানসোল জেলা হাসপাতাল।

You might also like!