মুর্শিদাবাদ, ২১ সেপ্টেম্বর : মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নতুন শিবপুরে ফের ভাঙন শুরু হয়েছে। শুক্রবার গভীর রাতে আচমকাই ভাঙনের জেরে কয়েক মিটার চাষের জমি-সহ বেশ কিছু বড় লিচু গাছ গঙ্গায় তলিয়ে গিয়েছে। ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন আতঙ্কিত বাসিন্দারা। গভীর রাত পর্যন্ত চলে ভাঙন। ভাঙনের আতঙ্কে রীতিমতো তটস্থ এলাকাবাসী। প্রসঙ্গত, প্রায় মাস খানেক আগেই এই এলাকায় ভাঙনের জেরে অন্তত ১০টি পাকা বাড়ি নদী গর্ভে তলিয়ে গিয়েছে। মাস খানেকের মধ্যে দ্বিতীয়বার ভাঙন দেখা দেওয়ায় রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। এই দুঃসময়ে প্রশাসনের সহায়তা চাইছেন এলাকাবাসী।