West Bengal 6 months ago

Again Rail blockade in Hooghly : ফের রেল অবরোধ হুগলির খন্যানে, চরম দুর্ভোগ অফিস যাত্রীদের

Again Rail blockade in Hooghly

 

হুগলি, ৬ সেপ্টেম্বর : হুগলি জেলার খন্যান রেল স্টেশনে ফের রেল অবরোধ। এবার রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ এনে মঙ্গলবার সকালে খন্যান স্টেশনে রেল অবরোধ করেছেন নিত্য যাত্রীরা। ক্ষুব্ধ যাত্রীদের অভিযোগ, রেল কর্তৃপক্ষ আশ্বাস দেওয়া সত্ত্বেও স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানো হয়নি। আর তাই মঙ্গলবার সকাল ৭.১০ মিনিট থেকে রেল অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা। আটকে পড়ে বেশ কিছু লোকাল ট্রেন। সকালের ব্যস্ত সময়ে রেল অবরোধের জেরে ভোগান্তির শিকার হয়েছেন অন্য যাত্রীরা।

উল্লেখ্য, স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে সোমবারই খন্যান, পাণ্ডুয়া ও তালান্ডু স্টেশনে রেল অবরোধ করা হয়। রেলের প্রতিশ্রুতি পেয়ে প্রায় ৩ ঘন্টা পর অবরোধ ওঠে। নিত্যযাত্রীদের অভিযোগ, রেলের আশ্বাস সত্ত্বেও স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানো হয়নি। অগত্যা বাধ্য হয়েই রেল অবরোধের পথে হেঁটেছেন তাঁরা। রেল অবরোধের এদিন সকালে চরম ভোগান্তির শিকার হয়েছেন বহু যাত্রী।

You might also like!