দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত সন্দেশখালি। গ্রামবাসীরা নামল জমি দখলে। অভিযুক্ত তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার পোল্ট্রি ফার্ম জ্বালিয়ে দেওয়া হল। সকাল থেকে থমথমে ছিল গোটা এলাকা, বেলা বাড়ার সাথে সাথে উত্তেজনাও চরমে উঠতে থাকে। স্থানীয় গ্রামের মহিলারা দা, কাটারি, লাঠি নিয়ে বেরিয়ে পড়েন। গ্রামবাসীদের ঠেকাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এদিন সন্দেশখালি জুড়ে।
গ্রামবাসীদের অভিযোগ, জেলিয়াখালীতে সাধারণ মানুষের জমি জোর করে দখল করে তাতে পোল্ট্রি ফার্ম করেছিল তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা। বুধবারের পর ফের শুক্রবার সকাল থেকে সেই সব জমি দখলের নামল গ্রামবাসীরা। হাজরা পোল্ট্রি ফার্ম আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়ে জমির দখল নিচ্ছে গ্রামবাসীরা।
গ্রামবাসীরা জানান, তাঁদের জমি দখল করে পোল্ট্রি ফার্ম ও মেছো ভেড়ি তৈরি করেছিল শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দাররা। এরা প্রত্যেকেই শেখ শাহজাহানের অনুগামী। সামন্ত প্রভুদের কায়দায় শিবু হাজরা ও উত্তম সর্দারদের ভয়ে নিজেদের জমিতেই পোল্ট্রি ফার্মে বেগার খাটতে হতো জমির মালিকদের। মজুরি চাইলেই জুটতো প্রহার, জন খাটা স্বামীদের মেরে কোমর ভেঙে দেওয়ারও অভিযোগ করেছেন গ্রামের মহিলারা।