West Bengal

2 weeks ago

Firhad Hakim:ফিরহাদ হাকিমের এলাকা ছাড়তেই বন্যার ত্রাণ লুট মানিকচকে

After leaving the area of ​​Firhad Hakim, the flood relief looted Manikach
After leaving the area of ​​Firhad Hakim, the flood relief looted Manikach

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নিয়ে যাওয়া বন্যার ত্রাণ লুট হয়ে গেল মালদার মানিকচক ব্লকের ভুতনীচরে। শনিবার বন্যাদুর্গতদের জন্য লরিভর্তি ত্রাণ নিয়ে গিয়েছিলেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী।

অভিযোগ, ত্রাণ বিলি হওয়ার মাঝেই সেগুলো লুট করেন কয়েক জন। সামলানোর চেষ্টা করেও ব্যর্থ হন যাঁরা ত্রাণ বিলি করার দায়িত্বে ছিলেন। বৃষ্টির মধ্যে কেউ কেউ লরিতে উঠে ত্রাণের জিনিস নিয়ে পালিয়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

ফিরহাদ এলাকা ছাড়তেই কিছু লোকজন ত্রাণ লুট করে বলে অভিযোগ উঠেছে। যাঁরা ত্রাণ বিলির দায়িত্বে ছিলেন, তাঁরা পরিস্থিতি সামালানোর চেষ্টা করেও ব্যর্থ হন। অভিযোগ, ত্রাণ সামগ্রী ভর্তি লরিতে উঠে ত্রাণের জিনিস নিয়ে পালিয়ে যান স্থানীয় অনেকেই।


You might also like!