মুর্শিদাবাদ : পঁচিশ বছরের সাংসদ অধীর চৌধুরী ভোটের ময়দানে নবীন তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছেন। কী করে এমন হল, তা নিয়ে এখনও জল্পনা চলছে। চলছে নানা ধরনের গুঞ্জনও। এই পরিস্থিতিতে অধীর জানালেন, "মল্লিকার্জুন খাড়গে আমাকে ডেকেছেন, আমি আগামীকাল কংগ্রেসের কার্যনির্বাহী বৈঠকে যাচ্ছি।
মুর্শিদাবাদে সাংবাদিকদের মুখোমুখি অধীর বলেছেন, "দিল্লির লোকজন গুজব ছড়াচ্ছে যে, আমি দল থেকে দূরে সরে যাচ্ছি। কিন্তু দলের সমস্ত নেতা আমাকে ডেকেছেন এবং আমি আগামীকাল দিল্লির মিটিংয়ে যাচ্ছি, যদি কেউ আমার সঙ্গে দেখা করতে চায় তাঁরা আসতে পারে।" প্রসঙ্গত, এবারে বহরমপুরে নির্বিঘ্নে ভোট হয়েছে। যা দেখে অধীর যেমন ভোটের পরে বলেছিলেন, তিনি জয়ী হবেন। তেমনই তাঁর দলের নেতাকর্মীরাও ভেবেছিলেন জয়ী হবেন। কিন্তু দীর্ঘ দিনের পোড় খাওয়া রাজনীতিবিদ অধীর কেন তাঁর গড় রক্ষা করতে পারলেন না, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।