West Bengal

6 months ago

Asansol : আসানসোলে কয়লাখনিতে ধস, কর্মরত অবস্থায় প্রাণ গেল শ্রমিকের

Coal Mine

 

আসানসোল, ১৮ সেপ্টেম্বর : রবিবার সাতসকালে ধস নামল আসানসোলের কয়লাখনিতে । ধসে প্রাণ গেল এক শ্রমিকের। জখম আরও দু’জন। এদিন দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ি এলাকার সাতগ্রাম এরিয়ার সাতগ্রাম ইনক্লাইনে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত হয়ে পড়েণ শ্রমিক সংগঠনের সদস্যরা । খনির বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

আর পাঁচটা দিনের মতো রবিবার ভোরেও সাতগ্রাম ইনক্লাইনে কাজ চলছিল। সেই সময় কয়লাখনিতে ধস নামে। কর্মরত অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শ্রমিকের। ওই শ্রমিকের নাম সদাগর ভুঁইয়া। গুরুতর আহত হন তাঁর সঙ্গে থাকা আরও দুই খনি কর্মী। আহত দুই খনি কর্মীকে উদ্ধার করে আসানসোলের কাল্লা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।

এদিকে, কয়লাখনির শ্রমিকের মৃত্যু এবং দুই খনি কর্মীর আহত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই শ্রমিক সংগঠনের সদস্যরা উত্তেজিত হয়ে পড়ে। খনির বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এই ঘটনার জন্য কোলিয়ারি কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেছেন শ্রমিক সংগঠনের সদস্যরা। তাঁদের দাবি, কয়লাখনির চাল ঠিকভাবে মজবুত না থাকায় এমন বিপত্তি ঘটেছে। তাই অবিলম্বে নিহত শ্রমিকের পরিবার এবং আহতদের আর্থিক সাহায্য করতে হবে।


You might also like!