West Bengal

1 week ago

Sudden Death of a Businessman: ফাইনাল দেখতে দেখতেই হৃদরোগে মৃত্যু মুর্শিদাবাদের এক ব্যবসায়ীর

A businessman from Murshidabad died of heart attack while watching final
A businessman from Murshidabad died of heart attack while watching final

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সকলের মতই তিনিও আশা করেছিলেন ১২ বছর পর অজি বাহিনীকে হারিয়ে বিজয়ের হাসি হাসবে তাঁর ভারতবর্ষ। কিন্তু তা আর হল কই। শেষ পর্যায় এসে হল স্বপ্নভঙ্গ। অজি বাহিনীর কাছে বিরাট বাহিনীর হারের চাপ সহ্য হল না মুর্শিদাবাদের এক ব্যবসায়ীর। খেলা দেখতে দেখতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। 

ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের বেলডাঙা পুরসভার ২ নং ওয়ার্ডের বড়ুয়া কলোনি এলাকায়। সুকুমার বন্দ্যোপাধ্যায় নামের এক ব্যাবসায়ী বাকি সকলের মতই রবিবার সন্ধ্যাবেলা অনেক আশা নিয়ে নিজের পরিবারের সাথে ভারত বনাম অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচ দেখতে বসেছিলেন। কিন্তু ম্যাচ যত গড়ায়। ততই ভারতের চাপ বাড়তে থাকে। একটা সময় হঠাৎই মাথা ঘুরতে শুরু করে তাঁর। বুকে ব্যথাও অনুভব করেন। তৎক্ষণাৎ তাঁকে নিয়ে যাওয়া হয় বেলডাঙা প্রাথমিক হাসপাতালে। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

খেলা দেখতে দেখতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর বলে জানিয়েছেন তাঁর স্ত্রী গীতা বন্দ্যোপাধ্যায়। গীতা দেবী বলেন, বিকেলে বাড়ির ছাদের গাছে জল দিয়ে এসে নিচের ঘরে চেয়ারে বসে ফাইনাল ম্যাচ দেখছিলেন তাঁর স্বামী। হঠাৎই মাথা ঘুরছে বলে জানান। এর পর একেবারে নেতিয়ে পড়লে বাড়ির অন্যান্য লোকদের ডেকে হাসপাতালে পাঠানো হয় সুকুমারবাবুকে। কিন্তু তার আগেই সব শেষ। বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন গীতাদেবী। টিম ইন্ডিয়ার হারের দিন শোকের ছায়া বন্দ্যোপাধ্যায় পরিবারে। ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ।  

You might also like!